شرح تطبيق WB Swasthyasathi وكيفية استخدامه
বছরে মোট সাড়ে ছয় লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা থাকছে স্বাস্থ্যসাথী প্রকল্পে। আর এই বিমার আওতায় আসছে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও তার বড় বড় সরকারি ক্লিনিক। বিশেষ চমক হিসাবে রাজ্যের বেশ কিছু নার্সিংহোমকেও এর আওতায় আনা হবে। যেহেতু গোটা ব্যাপারটাই সংগঠিত হবে অ্যাপসের মাধ্যমে তাই দ্রুত বিমার টাকা পৌঁচ্ছে যাবে সরকারি হাসপাতালের অ্যাকাউন্টে।
স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে، রাজ্য সরকারের যে সমস্ত চুক্তি ভিত্তিক কর্মীরা আছে তাদেরও এই স্বাস্থ্য বিমার আওতায় আনা হবে। এর ফলে এই স্বাস্থ্য বিমার সুবিধা সুবিধা পাবেন স্বাস্থ্য দপ্তরের আশা কর্মী ، অঙ্গনওয়ারি কর্মী ، সিভিক পুলিশ ، ভিলেজ পুলিশ ، বিপর্যয় মোকাবিলা বিভাগ ، হোমগার্ড ، অর্থদপ্তরের চুক্তিবদ্ধ কর্মী ، গ্রিন পুলিশ ، সিভিল ডিফেন্স ، NVF ، ICDS ، পৌরসভার অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠী ، অসংগঠিত শ্রমিক সহ আরও অনেক বিভাগের কর্মীরা। স্বাস্থ্যসাথী বিমার অন্তর্গতদের দেওয়া হবে স্মার্ট কার্ড। এই কার্ডের মেয়াদ ছয় মাস থেকে এক বছর। প্রতি বছর দেড় লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে সরকারি এবং বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমে চিকিৎসা মিলবে। ক্যান্সার ক্যান্সার، নিউরো সার্জারি، হৃদরোগজনিত অস্ত্রোপচার، লিভার সংক্রান্ত অসুখ এবং রক্তের সমস্যার চিকিৎসার জন্য এই.
.
تنزيل APK الاصدار 2.0 المجانية Free Download
يمكنك تنزيل WB Swasthyasathi APK 2.0 لـ Android مجاناً Free Download الآن عبر أبك داون مود.